ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

নবনিযুক্ত সেনাপ্রধানের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত সেনাপ্রধান‌ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। বুধবার (৭ জুলাই) সেনাবাহিনীর সদর দফতরে মুস্তাফা ওসমান তুরান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।


সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


একই সময় সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান তুরস্কের রাষ্ট্রদূত। পাশাপাশি সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য তুরস্কের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।


উল্লেখ্য, গত ২৪ জুন শফিউদ্দিন আহমেদ নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পর ৫ জুলাই প্রথম বিদেশি রাষ্ট্রদূত হিসেবে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেন।

ads

Our Facebook Page